বিকিনি পরে বউ ঘুরবে, তাই আস্ত দ্বীপ কিনে দিলেন: স্বামী

0
164

আলোকিত ডেস্ক-

স্ত্রীর খুব শখ বিকিনি পরে সমুদ্র সৈকতে নামবেন। কিন্তু সবার সামনে কী আর স্ত্রীকে বিকিনিতে ছেড়ে দেওয়া যায়! যায় না তাই স্ত্রীর জন্য আস্ত এক দ্বীপই কিনে দিলেন স্বামী! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এক নারী দাবি করেছেন, তার স্বামী দ্বীপ কিনে দিয়েছেন তাকে।

দ্বীপের গর্বিত মালকিন ওই নারীর নাম সৌদি আল নাদাক। নীল জলের সমুদ্র ঘেরা দ্বীপের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ২৬ বছর বয়সী নাদাক ওই পোস্টে লিখেন, বিকিনি পরে গোসল করতে চেয়েছি আমি, কোটিপতি স্বামী একটা দ্বীপ কিনে দিয়েছেন আমাকে।

জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক নাদাক। দুবাইয়ের ব‍্যবসায়ী জামাল আল নাদাকের সঙ্গে বিয়ে হয়েছে তার। দুজনের সংসার তিন বছরের। দুবাইয়ে পড়াশোনা করতে গিয়ে পরিচয়। সেখান থেকেই প্রেম। ৮ বছর প্রেমের পর বিয়ে করেন এই জুটি। এখন পুরোদস্তুর গৃহবধূ নাদাক। কিন্তু তার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেননি জামাল।

নাদাক দ্বীপ কেনার দাবি করলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি এখনও। এর আগেও নিজের বিলাসবহুল জীবন তুলে ধরে আলোচিত হয়েছিলেন এই নারী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দাবি করেছেন, তার জন্য কখনো নতুন ফেরারি কাস্টমাইজ করেছেন জামাল। আবার কখনো হিরের আংটি কিনতে উড়াল দিয়েছেন ইতালি। লাখ টাকা খরচ করে গিয়েছেন ডেটিংয়ে তিনি।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here