ঘিওরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

0
196
ঘিওরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
ঘিওরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রতিনিধি,ঘিওর:

‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঘিওর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা। উপজেলা৷ মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে নাজনীন আরার সঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পঃ পঃ কর্মকর্তা হাসিব আহসান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, জেলা শ্রমিক মজলিসের সভাপতি আলহাজ্ব জাবের আল সাফা, ঘিওর প্রেসক্লাবের আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ৩০ সেপ্টেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here