মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ নজর মিয়া (৬০), পিতা- মৃত রহিম গার্ড মন্নু মিয়া, শাহবাজপুর, থানা- সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়া নামের হত্যা মামলার পলাতক আসামি নজর মিয়াকে গ্রেফতার করেছে। র্যাব- ৯ এক প্রেস ব্রিফিংয়ে জানা যায়, র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি অভিযানিক দল গত ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ০৬:৩০ ঘটিকার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর -২৪/মওম