নোয়াখালীতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে বিএনপি’ অঙ্গ সংগঠনের যৌথ সভা

0
191
নোয়াখালীতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে বিএনপি' অঙ্গ সংগঠনের যৌথ সভা
নোয়াখালীতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে বিএনপি' অঙ্গ সংগঠনের যৌথ সভা
প্রতিনিধি,নোয়াখালী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে বিএনপির অঙ্গ – সহযোগী সংগঠন যুবদল,ছাত্রদল,ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যেগে দিকনির্দেশনামূলক এক আলোচনা সভা নোয়াখালী নোয়া কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ৩ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত যৌথ কর্মী সভায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্যা আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম জিলানী সভাপতি সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। এছাড়াও আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মূখ্য আলোচক নূরুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক, যুব দল কেন্দ্রীয় কমিটি,আফসার মোঃ ইয়াহিয়া সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল , যুবদলের জেলা সভাপতি মঞ্জুরুল আজিম সুমন,সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, সাবের আহমেদ সভাপতি জেলা সেচ্ছাসেবক দল,সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর হোসেন দুখু,আবু হাসান মোঃ নোমান,সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ও তৃণমূলের ছাত্র,যুব,ও সেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।
 জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান অভিযোগ করে বলেন জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও প্রশাসনে জামাতের লোকজনকে পদায়ন করা হচ্ছে। অথচ বিএনপি এখনো পর্যন্ত একজন কনস্টেবলকে পোস্টিং করাতে পারেনি।কেন্দ্রীয় নেতৃত্বের এমন নিরবতা আমাদের কাম্য নয়। আমান উল্যা আমান বলেন,স্বৈরাচার সরকারকে হঠাতে বিএনপির কি অবদান সেটা এখানে সাংবাদিক থাকায় উল্লেখ করতে পারছি না। কিন্তু দুঃখজনক একটি দল যারা দীর্ঘদিন গোপনে থেকেও ৫ই আগস্টের পর এখন আন্দোলনের ক্রেডিট নিচ্ছেন। আন্দোলনে তারেক রহমানের ব্যপক অবদানের কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান অতিথি এইচ এম জিলানী বলেন, বিগত আন্দোলনে যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন সেসকল মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যারা পুঙ্গত্ব বরণ করেছেন তাদের প্রতিও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here