ফেনীতে যানজট নিরসনে পুলিশ সুপার সহ জেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

0
212
মোঃ আতিকুর রহমান রোজেন ফেনী 
ফেনীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, নোয়াখালী আঞ্চলিক সড়ক, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক  ও পুরাতন বাস টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন জেলা আইনশৃঙ্খলা বাহিনী পৌর প্রশাসন সহ পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময়ে ফেনী জেলার  পুলিশ সুপার এর সাথে ফেনী জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের পরামর্শমূলক জরুরী আলোচনা সভায় অংশগ্রহণ করেন- আন্ত:জেলা বাস মালিক সমিতির সভাপতি ও স্টার লাইন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জনাব গোলাম মোঃ বাতেন,অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, পৌর নির্বাহী কর্মকর্তা আবু জর গিফারী,ট্রাফিক পুলিশের টিআই  আনোয়ারুল আজিম, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, ট্রাক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হেলাল, আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আজম চৌধুরী, প্রাইম মুভার মালিক সমিতির সভাপতি দাউদুল ইসলাম সুমন, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সদস্যসহ ফেনীর বিভিন্ন পরিবহন ও ব্যবসায়ী সংগঠনের  নেতৃবৃন্দ।
পরে যানজট নিরসনে ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান সহ জেলা আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দসহ সরজমিনে পরিদর্শন করেন।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here