রাসেল সরকার, (চৌহালী – সিরাজগঞ্জ) :
১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর এই নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরবনা দেশের ক্ষতি করবনা । এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস অধিদপ্তরধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় । উপজেলা মৎস অফিসের জেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (বিসিএস) তানভীর হাসান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, আরোও উপস্থিত ছিলেন নৌ-থানা অফিসার ইনচার্জ শামছুল ইসলাম, এসআই মাফিজুর রহমান ও সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে বলেন ১৩ই অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ মাছ আহরণ ক্রয় এবং বিক্রয় করা সম্পূর্ণ নিষেধ । যারা এই আইন অমান্য করবে তাদের ৫ হাজার টাকা জরিমানা ১ থেকে ২ বসরের বিনাশ্রম কারাদণ্ড এবং কি উভয়দন্ডে দন্ডিত হতে পারে । আমি চাই না আপনাদের হাতে হাতকড়া পড়ুক । তাই এই ব্যাপারে আপনারা সচেতন থাকবেন । আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস দল নেতা মহারাজ সহ প্রমুখ ।
আলোকিত প্রতিদিন/১০ অক্টোবর -২৪/মওম