জামালপুর পৌরসভার চারটি এলাকায় জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত

0
142
জামালপুর পৌরসভার চারটি এলাকায় জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
জামালপুর পৌরসভার চারটি এলাকায় জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত
মোহন আকন্দ:  
জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগলাবাড়ি কাজিরআখ ৪টি এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।সারা এলাকা জলাবদ্ধতার কারণে মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে হয় অন্য এলাকা মিয়াবাড়ি মাদ্রাসা মাঠে।
এলাকাবাসিরা জানায়,পৌরসভার ১০ নং ওয়ার্ড পূর্ব হাটচন্দ্রা,পলাশতলা,বগলাবাড়ি ও কাজিরআখ ৪টি এলাকায় প্রায় ৬শতাধীক পরিবারের প্রায় ৩ হাজার মানুষ দিনের পর দিন বর্ষা এলেই জমে থাকা কোমর পানিতে করতে হয় তাদের। বসতভিটা,রাস্তাঘাট জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত পানির নীচে তলিয়ে থাকে। পৌর বাসি পানিতে বসবাস করাসহ চলা ফেরায় নাকানিচুবানি খেতে হয়। বিশেষ করে কঁচিকাঁচা স্কুলগামী শিশু বয়বৃদ্ধ,গর্ভবতি নারী ও মুমুর্ষ রোগিদের চিকিৎসায় যাতাযাত করতে চরম বিড়ম্বনায় স্বীকার হতে হয়। তাছাড়া জলাবদ্ধ পানিতে ভেসে আসা ময়লা,আর্বজনা দুর্গন্ধ পরিবেশ মানব শরীরের জন্য কতটা যে ক্ষতিকর, তা আধুনিক যুগে অজানা কারোর নয়। কিন্তু পরিতাপের বিষয়,এ নিয়ে যেন পৌর কর্তৃপক্ষের ভাবান্তর নেই।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়,বিগত সরকারের মদ্দপুষ্ট ব্যক্তিরা পানির গতিপথ রোদ্ধ করে হাঁস মুরগি,গরুর খামার এমনকি মৎস চাষ করতে গিয়ে পানির গতিপথ বন্ধ করে দিয়েছে। ফলে সরকারী রাস্তায় ব্রিজ কালভাট থাকলেও তা’ অকেজু হয়ে পড়ে রয়েছে। কিন্তু এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলাব্ধতা দেখা দিয়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জমে থাকা পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসির দাবী,এই মুহুর্তে পাকা ড্রেন করা সম্ভব না হলেও কাঁচা ড্রেন করে অথবা পানি প্রতিবন্ধকতা খোলসা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে পৌরসভার পূর্ব হাটচন্দ্রার হারেজ আলী বলেন,বৃষ্টির ৬মাস জলাবদ্ধতায় এলাকার কেউ মৃত্যুবরণ করলে তার জানাজা নামাজ পড়ার কোন জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র (মিয়া বাড়ি মসজিদ মাদ্রাসা মাঠে) নিয়ে জানাজা পড়তে হয়। পলাশতলা সাবেক মহিলা কাউন্সিলর মোছাঃ জয়বানু,মোহসিন আলী, বগলাবাড়ি বাদশা মিয়া কাজিরআখ এলাকার  বাসিন্দা শাহজাহান আলী,জয়নাল আবেদিন,ময়নাল হোসেন বলেন বর্ষাকাল এলেই বৃষ্টির পানিতে সয়লাভ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিগত পতিত সরকারের সমর্থিত প্রভাবশালী কিছু ব্যক্তি গরুর খামার, মুরগির খামার ও মৎস প্রকপ্লের নামে পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ করে দেওয়ার কারণে প্রায় ৬মাস এলাকার বাড়ি-ঘরসহ হাজার একর কৃষিজমি পানির নীচে তলিয়ে থাকে। অপরদিকে অন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিটি ঘরে ঘরে পানি থাকায় আমাদের এলাকার শিশু শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। এছাড়া জলাবদ্ধতার সময় কেউ মৃত্যুবরণ করলে জানাজা নামাজ পড়ার কোন শুকনো জায়গা নেই। তাই মৃতদেহ অন্যত্র নিয়ে জানাজার নামাজ পড়তে হয়। বয়বৃদ্ধ গর্ভবতীনারীসহ অসুস্থ্য রোগীদের চিকিৎসায় যাতায়াত করতে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে আমাদের। তারা আরো বলেন, জলাবদ্ধতার কারণে হাস, মুরগি, গরুবাছুর পালন করাসহ প্রায় হাজার একর ফসলি কৃষি জমিতে কৃষিকার্য্য চাষাবাদ থেকে বঞ্চিত হয়ে আসছে এলাকাবাসি। এবিষয়ে বিগত দিনে পৌর কর্তৃপক্ষের কাছে বহু বার আবেদন নিবেদন আকুতি মিনতি করে সুফল পাননি তারা। পৌর কর্তৃপক্ষ শুধু আশ্বস্থ্য  করে থাকেন। কিন্তু জলাবদ্ধতা সৃষ্টিকারিদের বিরোদ্ধে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে পানি নিষ্কাশনের বিকল্প কোন ড্রেনেজ ব্যবস্থা গ্রহন করেনি পৌর কর্তৃপক্ষ। ফলে এলাকাবাসি পরিবার পরিজন নিয়ে চরম দূর্ভোগ পোহাচ্ছি আমরা।
এ  সংক্রান্ত বিষয়ে,৮অক্টোবর (মঙ্গলবার) এ জামালপুরের জেলা প্রশাসকসহ পৌর কর্তৃপক্ষের কাছে পৃথক দুইটি স্মারক লিপি পেশ করেছেন।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক ও ডি ডি এল জি মৌসুমী খানম এর সাথে স্মারকলিপি পেয়েছেন কি’না জানতে চাইলে তিনি বলেন এখনো আমি হাতে পাইনি, তবে পৌরসভার প্রধান নির্বাহী হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। এ সংক্রান্ত বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম এর কাছে অফিস বন্ধ থাকায় মুঠো ফোনে একাধিকবার কল করা হলে তিনি মুঠো ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আলোকিত প্রতিদিন/১২ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here