জেলা বিএনপি সভাপতি রিতার নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে লন্ডন প্রবাসী সাইফুলের অনুদান

0
132
জেলা বিএনপি সভাপতি রিতার নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে লন্ডন প্রবাসী সাইফুলের অনুদান
জেলা বিএনপি সভাপতি রিতার নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে লন্ডন প্রবাসী সাইফুলের অনুদান

মো: মহিদ আহমেদ:

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে লন্ডন প্রবাসী বিএনপি নেতা সাইফুল ইসলাম আর্থিক অনুদান প্রদান করেছেন। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নির্দেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় এ আর্থিক সহযোগিতা প্রদান করেন। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সাইফুল ইসলামের লন্ডন থেকে পাঠানো আর্থিক অনুদান নিয়ে বিভিন্ন পূজা মন্ডপে ছুটে যান স্থানীয় শতাধিক নেতাকর্মী। তারা কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপের মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এ আর্থিক সহযোগিতা তুলে দেন। এসময় আশরাফ সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  এম এ মালেক, ৮ নং ওয়ার্ডের বিএনপি নেতা আবুল বাশার, ছাত্রদল নেতা হাবিবুল্লাহ, সোহাগ হোসাইন। কৃষ্ণপুর মধ্যপাড়া সার্বজনীন মন্দিরের সভাপতি গোপাল মন্ডল বলেন, লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম আমাদের এলাকার সন্তান। প্রবাসে থাকলেও আমাদের কথা মনে রেখেছেন এটা আমাদের সৌভাগ্য। তার এ আর্থিক অনুদান যারা তার পক্ষ থেকে আমাদের কাছে পৌছে দিলেন তাদের কেও ধন্যবাদ জানাই। কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, সাইফুল ইসলাম লন্ডনে থাকলেও এলাকার জনগনের কথা ভুলে যাননি। তিনি সব সময় এ এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নির্দেশেনায় সাইফুল ইসলাম আপনাদের পাশে থাকার চেষ্টা করেছেন।

আলোকিত প্রতিদিন/১৩ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here