নোয়াখালীতে বিশ্ব মান দিবসের আলোচনায় “সমন্বিত উদ্যোগে মান রক্ষার আহ্বান”

0
209
নোয়াখালী প্রতিনিধি:
‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে মান’ এই প্রতিপাদ্যে ৫৫তম বিশ্ব মান দিবস উপলক্ষে  নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় মান সংস্থা (বিএসটিআইয়ের) আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় শুরু হওয়া আলোচনা সভায় বিএসটিআইয়ের সহকারী পরিচালক জিসান আহমেদ তালুকদারের সঞ্চালনায় ও বিএসটিআইয়ের উপপরিচালক  শেখ মাসুম বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মুহাম্মদ ইসমাইল। এসময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম,পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল হামিদ, জাতীয় ভোক্তার সহকারী পরিচালক কাওছার মিঞা জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ ফজলুল প্রমুখ।এছাড়াও উম্মুক্ত আলোচনায় ব্যবসায়ী সমিতির প্রতিনধি,বেকারি মালিক প্রতিনিধি,ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর সমন্বয়ক এবং জেলার সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ বক্তব্য ও বিভিন্ন সুপারিশ রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে, পণ্যের গুনগত মান নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দপ্তরের সমন্বয়ে কাজ করার উপর গুরুত্ব  দেন।মান দিবসের সফল আয়োজনর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়া উম্মুক্ত আলোচনায় আলোচকরা উৎপাদিত বিভিন্ন পণ্যের নানা অনিয়ম উল্লেখ করে সভাপতি উপপরিচালক বিএসটিআইয়ের দৃষ্টি আকর্ষণ করেন। আগত বিভিন্ন সমস্যার বিষয়ের প্রশ্নে তাৎক্ষণিক উত্তর দিয়ে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে, বিএসটিআই থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানা যায়,নোয়াখালী জেলায় কার্যক্রমের অল্প কিছু সময়ের মধ্যে ১৮টি মোবাইল কোর্ট পরিচালনায় মোট ১৯টি মামলা দায়ের করেন।সেই ১৯টি মামলার মধ্যে ১৯ট নিষ্পত্তি করে ৩লক্ষ্য টাকার বেশি জরিমানা আদায় করেন।এর মধ্যে ৬টি কারখানা ও প্রেট্রোল পাম্প সিলগালা করে দেন। আরো জানা যায়,বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যকে (এসডিজি) প্রাধান্য দিয়ে ২০৩০ সাল পর্যন্ত একই প্রতিপাদ্যে মান দিবস পালিত হবে। প্রযুক্তির ব্যবহারে স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেদের টিকিয়ে রাখতে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিতের বিকল্প নাই বলে জানান।এছাড়াও মানসম্পন্ন পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করাসহ ওজন -পরিমাপে কারচুপি ও ভেজাল প্রতিরোধ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে কার্যকরী সহযোগীতাদানে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী,আমদানি -রপ্তানিকারক এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here