তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে  বিভিন্ন দোকানে জরিমানা

0
158
শফিউল মন্ডল,তারাগঞ্জ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিভিন্ন  মুদিখানা -পশু খাদ্যে ও ডিমের দোকানে অভিযান পরিচালনা করে কিছু দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রাণী ও পশু খাদ্য বিক্রয় লাইসেন্স বিহীন সম্পূর্ণ অবৈধ উপায়ে দীর্ঘদিন ধরে পশু খাদ্য বিক্রি ও চড়া দামে কিছু দোকান ডিম বিক্রি করে আসছিল।এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণে মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী বিধিমালা ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১০ অনুযায়ী তারাগঞ্জ বাজারের বিভিন্ন পশু খাদ্যের দোকান ও ডিমের দোকান, গরু-ছাগলের মাংসের দোকান, মুরগীর দোকান, মুদি খানায় বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এই অভিযানে তারাগঞ্জ বাজারের মুদি দোকানদার  রনজিৎ ট্রেডার্সে ৩ হাজার টাকা ও  স্বপনের ডিমের দোকানে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম ইফতেখারুল ইসলাম ও  উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ আকতারুল ইসলাম।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বলেন, তারাগঞ্জ বাজারের ১টি মুদি দোকান ও ১টি ডিমের দোকানে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এছাড়াও গরু-ছাগলের মাংসের দোকান, মুরগীর দোকান, মুদি খানায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি পরিচালনা করা হয়। এসময় দুটি দোকানে লাইসেন্স বিহীন সম্পূর্ণ অবৈধ উপায়ে দীর্ঘদিন ধরে পশু খাদ্য বিক্রি ও চড়া দামে ডিম বিক্রি করায় জরিমানার পাশাপাশি তাদেরকে সতর্ক করা হয়েছে।আমাদের প্রশাসনের তরফ থেকে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here