আলোকিত ডেস্ক:
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে একদিনে ১ হাজার ২১৩টি মামলা হয়েছে। ২০ লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা ও ১৩০ টি গাড়ি ডাম্পিং এবং ৫৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় মামলাগুলো হয়েছে এবং জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/১৬ অক্টোবর -২৪/মওম