নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে পলিথিন ও পলিপ্রপাইলিন ব্যবহার রোধে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ইয়াছিন এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ ফয়সাল,পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার প্রমুখ। এছাড়া আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী পৌর বজার ব্যবসায়ী প্রতিনিধি,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে (০১ অক্টোবর থেকে সুপারশপে এবং ০১ নভেম্বর থেকে দেশব্যাপী) গৃহীত বিশেষ প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে আজ ২০ সেপ্টেম্বর রোববার বিকাল ৩টায় এই আলোচনা সভা আয়োজন করা হয়।
এ সময় পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগ ব্যবহার সংক্রান্ত আইন/প্রজ্ঞাপন এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক নিয়ে একটি উপস্থাপনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার। তিনি আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক প্রচারণার পাশাপাশি জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা কথা জানান এবং পলিথিনের বিকল্প হিসেবে কাগজ, পাট ও কাপড়ের তৈরী শপিং ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন। সভার সভাপতি মোঃ ইয়াছিন অবিলম্বে সকল পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধের নির্দেশনা প্রদান করেন এবং পলিথিনের ব্যবহার বন্ধে সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন। এসময় উপস্থিত পৌরবাজার বণিক সমিতির সদস্যরা পলিথিনের ব্যবহার বন্ধে সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগ্রহী, তবে পলিথিনের বিকল্প সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
আলোকিত প্রতিদিন/২০ অক্টোবর -২৪/মওম