এবারের নাম ‘ডানা’ ঘূর্ণিঝড়ের আগাম বার্তা

0
158

মোঃ সোহাগ (বিশেষ প্রতিনিধি): পটুয়াখালী কুয়াকাটা সতর্ক আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে সবাই ঘূর্ণিঝড়ের আগে আসছে কেন্দ্রে চলে যাবেন।
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘূর্ণিঝড় “ডানা”: ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্রগুলো (খুলনা ও বরিশাল বিভাগের) দ্রুত প্রস্তুত করে রাখার পরামর্শ ৬০ থেকে ৭০ % নিশ্চয়তা সহকারে বলা যায় যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভব্য ঘূর্ণিঝড় “ডানা” ঘুর্নিঝড়টির কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার আশংকা রয়েছে। সম্ভব্য ঘুর্নিঝড়টি স্থল ভাগে আঘাত করা শুরু করার আশংকা করা যাচ্ছে ২৩ শে অক্টোবর সন্ধ্যার পর থেকে ২৪ শে অক্টোবর দুপুর ১২ টার মধ্যে। ফলে হাতে আছে আর মাত্র ৪ দিন। খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার মানুষদের ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হবে তা মোটা-মুটি ভাবে নিশ্চিত করেই বলা যায়। যেহেতু সম্ভব্য ঘুর্নিঝড়টি উপকূলে আঘাত করার মাত্র ৪ দিন অবশিষ্ট রয়েছে তাই খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকার প্রশাসনকে ঘুর্নিঝড় আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত করে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।
তথ্য সূত্র : কানাডা সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক ড. মোস্তফা কামাল(পলাশ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here