গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ একজন আটক

0
211

রাকিবুল হাসান : রাজশাহী জেলার গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের সদস্যরা।
রবিবার (২০ অক্টোবর) গোদাগাড়ী- রাজশাহী গামী মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বিদিরপুর স্বপনের ঘাট এলাকার সাদেক আলীর ছেলে রুবেল (৩৫)। জানা গেছে, রবিবার (২০ অক্টোবর দুপুরে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক পারভীন আক্তার এসআই হুমায়ুন কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোদাগাড়ী- রাজশাহী গামী মহাসড়কের রাস্তার উত্তর পার্শ্বে একটি ব্যাটারী চালিত একটি অটো রিক্সা দেখতে পেয়ে গতিরোধ করে ঘেরাও করে।
পরে ডিএনসির সদস্যরা তল্লাশী শুরু করলে অটো রিক্সার পিছনের সিটে বসে থাকা মাদক ব্যবসায়ী রুবেলের পরিহিত প্যান্টের সামনের ডান পার্শ্বের পকেট থাকা একটি পলি প্যাকেটের মধ্যে থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।
আলোকিত/২০/১০/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here