টাঙ্গাইলে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান

0
131
টাঙ্গাইলে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান
টাঙ্গাইলে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান
সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলে নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রীর মুল্য বৃদ্ধি রোধ, পন্যের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিতকরনে  বাণিজ্য মন্ত্রণালয় হতে গঠিত জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে পৌর শহরের পার্ক বাজারের পাইকারী এবং খুচরা দোকানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাফিসা আক্তার।
অভিযানে কয়েকটি দোকানের অতিরিক্ত মুল্যে পণ্য বিক্রী এবং পণ্য বিক্রির মুল্যে তালিকা টানানো না থাকার অপরাধে আর্থিক জরিমানা করা হয়। এছাড়াও কয়েকটি দোকানের মালিকদের সর্তক করা হয়।
অভিযানে টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ও বিশেষ টাস্ক ফোর্সের সদস্য সচিব শাহীনুর আলম, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার আসিফ আল জিনাত, মো,মোহাইমিনুল ইসলাম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক বিশেষ টাস্কফোসের সদস্য  আবু জুবায়ের উজ্জ্বল ও বিশেষ টাস্কফোসের সদস্য ছাত্র প্রতিনিধি মো,মনিরুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here