রিপন সারওয়ার:
ময়মনসিংহের মুক্তাগাছায় মোশাররফ নগর উচ্চ বিদ্যালয়ে সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ.কে.এম মোশাররফ হোসেন এফসিএ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সচিব, সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক, মাননীয় চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও মোশাররফ নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ.কে.এম মোশাররফ এফসিএ এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার দুল্লা ইউনিয়নে মোশাররফ নগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় স্কুল প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা ও দোয়া মাহফিলে ১নং দুল্লা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ফজলুল হক ফজলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান খান রতন। আলোচনা ও দোয়া মাহফিল সঞ্চালনায় ছিলেন, ১নং দুল্লা ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহকর্ম বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মাজা।
এ সময় আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক মো. মতিউর রহমান খোকন, যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান মুঞ্জু, মুক্তাগাছা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. মোখলেছুর রহমান, আহবায়ক কমিটির সদস্য এটিএম ইলিয়াস হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি কাজী মাহবুবুর রহমান রিপন, ময়মনসিংহ যুবদলের সাধারণ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ, মুক্তাগাছা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রকিবুল হাসান জনি, মোশাররফ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল জলিল বকুল, সহকারী শিক্ষক মোহাম্মদ বদিউল আলম মাছুদ। এ সময় উপস্থিত ছিলেন, ১নং দুল্লা ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য যে, এ.কে.এম মোশাররফ হোসেন ১৯৯৬ এবং ২০০১ সালে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মন্ত্রীসভায় জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। অক্টোবর ২০০১ থেকে জুন ২০০৫ পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতিতে জড়িত হওয়ার পূর্বে তিনি শিল্পসচিব ও বিসিআইসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এ.কে.এম মোশাররফ হোসেন জেনারেল হুসেন মুহাম্মদ এরশাদের সামরিক শাসনামলে আমলাতান্ত্রিক দায়িত্ব পালন করেছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২৮ অক্টোবর