ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার তিন

0
122
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার তিন
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার তিন
মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ অক্টোবর শুক্রবার ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে সদর ও বিজয়নগর থানায় মামলা রয়েছে। দুপুরের দিকে আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৫ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here