সাভারে ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রায়হান ডিবির জ্বালে আটক

0
148
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রায়হান ডিবির জ্বালে আটক
সাভারে ছাত্র হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রায়হান ডিবির জ্বালে আটক
শহিদুল্লাহ সরকার:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক রায়হান হামিদকে (৩৬) গ্রেপ্তার করেছে ডিবি রমনা বিভাগ। গতকাল শুক্রবার গভীর রাতে সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভারে ছাত্র-জনতা হত্যাসহ একাধিক মামলার আসামি। গ্রেপ্তার রায়হান সাভার উপজেলার দক্ষিণ রাজাসন সাইনবোর্ড মোড় এলাকার আব্দুল হামিদ মাওলানার ছেলে।
এ ছাড়া সাভারে হত্যা মামলা তুলে না নেওয়ায় নিহত জামাল হোসেন গোলদারের ছেলে রিয়াদুল ইসলামের (১৮) ওপর হামলা হয়। এই হামলায় দায়ের হওয়া মামলারও আসামি তিনি। রিয়াদুলের মা মশিউড়া বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন। ওই মামলার আসামিরা হলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সাভার উপজেলার দক্ষিণ রাজাসন সাইনবোর্ড মোড় এলাকার আব্দুল হামিদ মাওলানার ছেলে রায়হান হামিদ (৩৬), তার বড় ভাই ফোরকান হাকিম (৪৮), ইমরান হাকিম (৪০), একই এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আনোয়ার (৪৫)। এ ছাড়া অজ্ঞাত আরো ২০ জনকে আসামি করা হয়েছে।সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) আব্দুল্লা বিশ্বাস বলেন, আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলামান রয়েছে।
আলোকিত প্রতিদিন/২৬ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here