যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0
211
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক:

জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৭ অক্টোবর রবিবার। ১৯৭৮ সালের এ দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের এ অঙ্গসংগঠন প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

যুবদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম, যিনি পরবর্তী সময়ে সংগঠনটির সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর বিভিন্ন সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দেন।বর্তমানে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দিনের কর্মসূচি গ্রহণ করেছে যুবদল। রবিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবে সংগঠনটি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।

২৭ অক্টোবর রবিবার যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোনও হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় জিয়াউর রহমানের কবরে আরও শ্রদ্ধা জানান–বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালসহ যুবদলের কেন্দ্রীয় মহানগর নেতারা।

এরপর দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন কর্মসূচির উদ্বোধন করেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের সারা দেশের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে:

সোনারগাঁয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দ্রুত সংসদ নির্বাচনের দাবী জানিয়েছেন খাইরুল ইসলাম সজীব:
ফয়সাল আহমেদ:
ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
২৭ অক্টোবর রবিবার সকালে সোনারগাঁয়ের কাঁচপুরে  মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিন সকাল থেকেই যুবদলের আয়োজনে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
ফ্রি মেডিকেল টিমে সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে জেলা যুবদলের জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা,প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ,সদস্য আলমাস, হাফেজ অলি আহমেদ,সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম রাজ, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আওলাত, নোয়াগাঁ ইউনিয়ন যুবদলের আহবায়ক আতাউর, মোগড়াপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব,সদস্য সচিব আরিফ,সনমান্দী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব খোকন শিকদারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত:

প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল):

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (রবিবার) সকাল ১১ টায় উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন এর সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত) সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত ক্যাম্পেইনে’র উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলু, সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, যুগ্ন-আহবায়ক মো. ইকবাল কবীর, মো.আরিফুল ইসলাম নবা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলূ, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

ভালুকায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রতিনিধি, ভালুকা: 
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার সকালে ভালুকার পুরাতন বাসট্যান্ড বিএনপি কার্যালয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায়  ভালুকা পৌর যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সদস্য আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হক মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠান,
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক মতিউর রহমান মিল্টন,  দক্ষিন জেলা  যুবদলের সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা আরমান মীর, যুবদল নেতা ও ইউপি সদস্য জসিম সহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলকে এগিয়ে নিতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল করেন নেতাকর্মীরা।
মোঃ রাকিব হোসেন: 
সিরাজগঞ্জ উল্লাপাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আজ ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলার নেতা কর্মীরা  আলোচনা সভায় যোগদান করেন, আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা, আহব্বায়ক উল্লাপাড়া উপজেলা যুবদল। আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুল ওয়াহাব, আহব্বায়ক উল্লাপাড়া উপজেলা বিএনপি তিনি বলেন, উল্লাপাড়ায় সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি দমন করবে বিএনপি। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ আজাদ হোসেন আজাদ, সদস্য সচিব উল্লাপাড়া উপজেলা বিএনপি।  নিকসন কুমার আমিন, সদস্য সচিব উল্লাপাড়া উপজেলা যুবদল। মোঃ তোফাজ্জল হোসেন, আহব্বায়ক উল্লাপাড়া পৌর যুবদল, সহ বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প: 
মো: মহিদ আহমেদ: 
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 ২৭ অক্টোবর রবিবার সকালে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই ফ্রি ক্যাম্প কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আহমেদ কবীর, মাসুদ পারভেজ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জনি, যুবদল নেতা আনিছুর রহমান ফরহাদ, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি খন্দকার রুমেল।
দিন ব্যাপি এই কার্যক্রমের রয়েছে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত গ্রুপ নির্ণয়, ফ্রি এ্যম্বুলেন্স সার্ভিস, ওষধ সরবরাহসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়া হয়।
অষ্টগ্রামে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
আলী রহমান :
কিশোরগঞ্জের ভাঠীর রাণীখ্যাত  উপজেলা অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে পুরাতন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবদল এ ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
উপজেলা যুবদলের সদস্য এস.এম. জাবেদের সঞ্চালনায় ও উপজেলা যুবদলের সদস্য সচিব আলী রহমান খানের সভাপতিত্বে উক্ত ফ্রি চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ উদ্দিন হালিম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন ছোয়াব, যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যুবায়ের হাসান ইয়ামিন, ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, সদস্য সচিব আল মাহমুদ মোস্তাক প্রমুখ। উক্ত চিকিৎসা ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে ঔষধসহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

 

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি ম্যাডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 
মোঃ নিশাদুল ইসলাম :
জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৭ টায় লোকোনাথ রায় ময়দান কমপ্লেক্স মাঠে ম্যাডিকেল ক্যাম্পের শুভ উদ্ভোধন করে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ মানুষের উপর যে অন্যায় অত্যাচার ও নীপিড়ন করেছে আমরা যেন তা কখনও না করি। অন্যায়ের কারণে আওয়ামীলীগ সরকার বিদায় হয়েছে।এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।  অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মোঃ শামীম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মো: নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মকবুল হোসেন, ড্যাব নেতা আক্তার হোসেন প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সহ-সভাপতি রাশেদ কবির আকন্দ, যুবদল নেতা সৈয়দ তৈমুর, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, তানভীর রুবেল, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট আরিফুল হক মাসুদ, সদস্য সচিব এডভোকেট ইয়াছিন মিয়াসহ প্রমুখ। ক্যাম্পে রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হলে সেখানে প্রায় বিভিন্ন বিভাগের ২২ জন অভিজ্ঞ ডাক্তারের সমন্নয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
নেত্রকোনায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প
শহীদুল ইসলাম রুবেল:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের উদ্যোগে পৃথক পৃথক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভায় বিএনপির ধানের শীষের মনোনীত সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র উদ্যোগে আজ রবিবার সকাল ১১টায় চকপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু।বক্তব্য রাখেন আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, ড্যাব নেতা ডাঃ মাজহারুল আমিনসহ অন্যান্য
নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।অপরদিকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উদ্যোগে নেত্রকোণা সরকারী কলেজ ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য এস এম মুসা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা যুবদলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক মীর্জা আজিজুর রহমান হাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়বেটিস পরীক্ষা, রক্তদান ও রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/২৭ অক্টোবর -২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here