যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প

0
250

মো: মিজানুর রহমান খান কুদরত মানিকগঞ্জ:

জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পরিবর্তে মানিকগঞ্জ জেলা যুবদল ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসেবে প্রায় দুইশত গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণসহ রক্তদান কর্মসূচীর আয়োজন করে। এ সময় জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ৪০ জন অসহায় দু:স্থ রোগীদেরকে বিভিন্ন হাসপাতালে চল্লিশ ব্যাগ দান করেন।
রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাশে জেলা যুবদল ডা: বদরুর আলম,ডা: জিয়া ও নার্সদের সহযোগিতা নিয়ে এ চিকিৎসা সেবার আয়োজন করেন।

জেলা যুবদলের আহব্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপুর সভাপতিত্বে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, জেলা বিএপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ন-আহব্বায়ক মাসুদ পারভেজ, মোস্তাফিজুর রহমান প্রিন্স,জিয়া উদ্দিন কবির, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জিন্নাহ খান জিন্নাহ্, ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ,সাধারন সম্পাদক সজীবসহ জেলা বিএনপির সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

চিকিৎসা নিতে আসা ৬০ বছরের বৃদ্ধা রহিমা বলেন, কোমর ব্যথায় ঠিকমত উঠতে বসতে পারিনা, শুনলাম বিএনপিতে টাকা ছাড়া ওষুধ দেয়, চিকিৎসা দেয় তাই আমি এসে চিকিৎসা নিলাম, ডাক্তাররা খুব ভাল। তারা আমাকে দেখে ঔষুধ দিয়েছে। আমি খুবই খুশি হয়েছি ওষুধ পেয়ে।

জেলা যুবদলের আহব্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব-দু:খী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠাসহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে।

ব্যতিক্রমী এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর আমাদের কোন সভা সমাবেশে করতে দেয়নি। নেতাকর্মীদের মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে। এরপরও জাতীয়তাবাদী দল (বিএনপি) থেমে থাকেনি। বিএনপি সাম্যের দল। সকল নৈরাজ্য রোধে কাজ করে যাচ্ছি। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here