সৈয়দ এনামুল হুদা:
মানিকগঞ্জের ঘিওরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে স্কুলছাত্রী মিথিলা দাস (১২) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার তরা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মিথিলা দাসের বাবা-মা ও গুরুতর আহত হয়েছেন। উপজেলার বরঙ্গাইল হাইওয়ে থানার ইনচার্জ মো. ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে পুলিশ জানান, ঢাকার সাভার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে যাচ্ছিলেন লিটন দাস। ঘিওর উপজেলার তরা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে করে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় মিথিলা দাস ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। নিহত মিথিলা দাস সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
তার বাবা লিটন দাস শিবালয় উপজেলার নালী গ্রামের একজন বাসিন্দা। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা লিটন দাস ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে জানতে চাইলে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইব্রাহিম মিয়া আলোকিত প্রতিদিন কে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া ট্রাকটিকে আটক করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি