শ্রীপুরে পরকিয়ার জেরে প্রান দিলো দুই সন্তানের জননী

0
189
জেলা প্রতিনিধি, 

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়ন এর চিনাসুখানিয়া পূর্ব পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে জামান মিয়া। তিনি পেশায় একজন গরুর ব্যবসায়ী । এক ই গ্রামের প্রবাসী মোতালেব হোসেন এর স্ত্রী রাশিদা (৩০) এর সাথে পরকিয়ার প্রেমে আবদ্ধ হন। এই পরকিয়ার সূত্র ধরে রাশিদা আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রাশিদার জা আফরোজা (২২)বলেন গলায় পাশি লাগানোর পূর্বে মুঠোফোনে কার সঙ্গে ঝগড়া করতে দেখেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সরজমিনে গিয়ে জানা যায় রাশিদা আত্মহত্যার পূর্বে অনেক সুন্দর করে সাজ গুজ করে। এদিকে বেশ কয়েকজন প্রতিবেশী নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন মোতালেব এর সাথে বিয়ের কিছুদিন পর থেকেই রাশিদা প্রতিবেশী জামানের সঙ্গে পরিকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে নানা সময় মোতালেব ও রাশিদার সঙ্গে ঝগড়া ও মারামারি করতে দেখেন তারা। তবে এখন পর্যন্ত আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। মৃত রাশিদার স্বামী মোতালেব গত ১১ মাস পূর্বে ব্রুনাই ( প্রবাসে) গিয়েছেন । মৃত রাশিদার দুটি কন্যা সন্তান রয়েছে। মেহরিন রিমি (১১) ও রিদিয়া (৭) ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ছাড়া এ ব্যাপারে এখন কিছুই বলা যাচ্ছে না। রিপোর্ট আসার পর এ বিষয়ে জানাতে পারবেন বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here