প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুরের কাশিমপুরে ৯ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে মহানগরীর কাশিমপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এই গণসমাবেশের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর থানা শাখার সভাপতি মুফতি মুহাম্মদ আবুল বাশার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
গণ সমাবেশে প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিলের পাশাপাশি সংখ্যানুপাতিক হারে(PR)পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থাসহ ৯ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। এছাড়াও গত ৫ আগষ্ট আন্দোলনে সকল গণহত্যার বিচার করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের বিচারের আওতায় এনে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে গাজীপুরের সাধারাণ সম্পাদক হুসাইন আহমেদ,কাশিমপুর থানার সভাপতি মুফতি মুহাম্মদ আবুল বাশার সিকদার, ইসলামী যুব আন্দেলন মুফতী ফরহাদুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/০৪ নভেমাবর-২৪/মওম