মার্কিন নির্বাচনে ট্রাম্প ২৪৮ ও কমলা ২১৪, জয়ের পথে ট্রাম্প

0
147
মার্কিন নির্বাচনে ট্রাম্প ২৪৮ ও কমলা ২১৪, জয়ের পথে ট্রাম্প
মার্কিন নির্বাচনে ট্রাম্প ২৪৮ ও কমলা ২১৪, জয়ের পথে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন নির্বাচনের ভোট গ্রহণ শেষে গণনায় এখন পর্যন্ত ২৪৮টি ইলেক্টোরাল কলেজে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২১৪টিতে এগিয়ে রয়েছেন। মার্কিন বার্তাসংস্থা এপি প্রকাশিত বেসরকারি ফলাফলে এই তথ্য পাওয়া গেছে।

এপির ভোটগণনা অনুযায়ী, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস পাওয়া গেছে। ইন্ডিয়ানায় ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১১। ওয়েস্ট ভার্জিনিয়ায় ৪টি। কেন্টাকিতে ৮, আলাবামায় ৯, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

অন্যদিকে, ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন হ্যারিস। ভারমন্ট ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি করে, মেরিল্যান্ডে ১০ ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেক্টোরাল ভোট রয়েছে।

নির্বাচনের জয়–পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। সেগুলো কোনও দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা এবং নেভাদা। সেখানে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।

এখন পর্যন্ত নর্থ ক্যারোলাইনার ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৫১ শতাংশ পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট। ফলে, এপি’র গণনা অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ট্রাম্প।

এছাড়া জর্জিয়াতে ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ট্রাম্পের ঝুলিতে গেছে ৫০ দশমিক ৯ শতাংশ ভোট। আর হ্যারিসের দিকে আছে ৪৮ দশমিক ৪ শতাংশ। ফলে এপি’র গণনা অনুযায়ী, এই রাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোটও ট্রাম্প পেতে যাচ্ছেন।

পেনসিলভানিয়াতে ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ আর হ্যারিস ৪৮ দশমিক ১ শতাংশ ভোট। এখানে ইলেক্টোরাল ভোট আছে ১৯টি।

 মিশিগানে ৬০ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫২ দশমিক ৩ শতাংশ আর হ্যারিস ৪৬ শতাংশ। মিশিগানের ইলেক্টোরাল ভোট ১৫টি।

উইসকনসিনে ৮৬ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ট্রাম্প পাচ্ছেন ৫১ দশমিক ৪ শতাংশ আর হ্যারিস ৪৭ দশমিক ১ শতাংশ। এই রাজ্যের ইলেক্টোরাল ভোট ১০টি।

অ্যারিজোনা অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ভোট গণনা হয়েছে ৫১ শতাংশ। এরমধ্যে ট্রাম্প ৫০ দশমিক ১ শতাংশ আর হ্যারিস ৪৯ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন বলে এপি’র পূর্বাভাসে বলা হয়েছে।

 নেভাদাতে ইলেক্টোরাল ভোট আছে ৬টি। এপি জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৭৮ শতাংশ ভোট গণনা হয়েছে। তার মধ্যে ট্রাম্প ৫১ দশমিক ৩ শতাংশ ও হ্যারিস ৪৭ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনের চূড়ান্ত ফল জানা যাবে কখন:

কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কয়েক সপ্তাহ ধরেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে জাতীয় এবং দোদুল্যমান অঙ্গরাজ্যে দুই প্রার্থীর এখন পর্যন্ত ভোটের ব্যবধান খুব সামান্যই। ফলে অনেক স্থানে অল্প ভোটের ব্যবধানেই জয় নির্ধারিত হতে পারে। তখন আবার ভোট পুনর্গণনার প্রয়োজন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২০ নির্বাচনের পর থেকে প্রতিটি অঙ্গরাজ্য তাদের প্রশাসনিক প্রক্রিয়ায় কী পরিবর্তন এনেছে, তার ভিত্তিতে কিছু রাজ্যের ভোট গণনায় কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, মিশিগানের মতো কিছু রাজ্যে দ্রুতগতিতে চলছে ভোটগণনা। এ ছাড়া, এবার ডাকযোগে ভোট দেওয়ার সংখ্যাও কমতে পারে।

ফলে, ৪৭ তম প্রেসিডেন্টের নাম যেমন নির্বাচনের রাতেও (অর্থাৎ মঙ্গলবার রাতে) জানা যেতে পারে। আবার ঘোষণা আসতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহও  প্রয়োজন হতে পারে।

আলোকিত প্রতিদিন/০৬ নভেমাবর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here