প্রেমিকার কথা রাখতে তুরস্ক থেকে এসে বিয়ে করলেন বাংলাদেশি তরুণীকে

0
182
প্রেমিকার কথা রাখতে তুরস্ক থেকে এসে বিয়ে করলেন বাংলাদেশি তরুণীকে
প্রেমিকার কথা রাখতে তুরস্ক থেকে এসে বিয়ে করলেন বাংলাদেশি তরুণীকে
ওয়াসিম শেখ:
লাইলী-মজনু, শিরি-ফরহাদ, শাজাহান-মমতাজের প্রেম কাহিনী ইতিহাসে চির স্মরণীয় হয়ে রয়েছে। তাদের প্রেম কাহিনী বিশ্ববাসীকে নাড়া দেয় চরমভাবে, তৈরি করে অনন্য উদাহরণ। প্রেমের টানে এক দেশ থেকে অন্য দেশে আসার ঘটনা নতুন নয়। এরকম ঘটনার নজির রয়েছে প্রচুর। এবার এমনই দৃষ্টান্ত স্থাপন করলেন তুরস্কের তরুণ। ভালোবাসার টানে সুদূর তুরস্কের থেকে ছুটে এলেন বাংলাদেশে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে মল্লিকার (২২) সঙ্গে তিন বছর আগে পরিচয় হয় তুরস্কের নাগরিক মুস্তফা ফাইকের (৩০)। এ পরিচয় থেকে প্রেমে রূপ নেয় সে সম্পর্ক। এরপর তুরস্ক থেকে ছুটে এসে সোমবার (৪ নভেম্বর) রাতে মুসলিম রীতিতে বিয়ে করেন সে যুবক।
মল্লিকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামের কামরুজ্জামান মানিকের মেয়ে। তিনি অর্নাস তৃতীয় বর্ষের ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার বিকেলে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারী গ্রামে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর সোমবার রাতে মুসলিম রীতিতে মল্লিকাকে বিয়ে করেন তিনি।
দুই পরিবারের সম্মতিতে এ বিয়ে হয়েছে জানিয়ে মল্লিকা আলোকিত প্রতিদিনকে বলেন, আমাকে ভালবেসে মুস্তফা তুরস্ক থেকে বাংলাদেশে এসেছেন। আমি বলেছিলাম বাংলাদেশে এলে তাকে বিয়ে করবো। ধুমধাম আয়োজনে সেই বিয়ে সম্পন্ন হয়েছে। সুখ-দুঃখে আমরা সব সময় একসঙ্গে থাকবো। এ সময় মল্লিকা তার স্বামীর সঙ্গে তুরস্কে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে বলেন ভিসা প্রসেসিং হলেই চলে যাবো।
 নিজেকে প্রকৌশলী দাবি করে তুরস্কের নাগরিক মুস্তফা ফাইক বলেন, আমি মল্লিকাকে বিয়ে করতে পেরে খুশি। আমি আমার ভালবাসার মানুষের জন্য এদেশে এসেছি। আমরা সারাজীবন একসঙ্গে থাকব।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মোল্লা আলোকিত প্রতিদিনকে বলেন, তুরস্ক থেকে ছেলেটা তার মামাকে সঙ্গে নিয়ে গ্রামে চলে এসেছে। পরিবারের সম্মতিতে তারা আনুষ্ঠানিকভাবে বিয়েও করেছে। মেয়েটি শিক্ষিত, আগে থেকেই নিয়মিত কথা বলতো। আমি দোয়া করি তাদের দাম্পত্য জীবন সুখের হোক।
আলোকিত প্রতিদিন/০৬ নভেমাবর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here