কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর বাসষ্টান্ডে এ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকা প্রদক্ষিন করে পুনরায় কালিয়াকৈর বাসস্টান্ডে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, কালিয়াকৈর উপজেলা বি এন পির সাবেক আহ্বায়ক, আখতারুজ্জামান গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার, গাজীপুর জেলা বি এন পির সহ সভাপতি, হযরত আলি মিলন, কালিয়াকৈর উপজেলা যুব দলের আহ্বায়ক তপন খান,, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি