সৈয়দ এনামুল হুদা:
আজ ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের রাজনীতিতে সিপাহী -জনতার বিপ্লব ঘটেছিল। যা তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে দিয়ে দেশ ও জাতিকে নতুন পরিচয়ে অভিষিক্ত করেছিল। আওয়ামী শাসনামে দিবসটি পালন করতে পারেনি বিএনপি।
গত ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবার দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের সব ধরনের উদ্যোগ নিয়েছে দলটি। এ উপলক্ষে বিএনপির পক্ষথেকে ১০ দিনের কর্মসূচী ও ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ঘিওরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উক্ত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার ঘিওর বাস স্ট্যান্ডে অবস্থিত বিএনপির কার্যালয়ের সামনে এ বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মীর মানিরুজ্জামান মানিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিষ্টার এর সঞ্চালনায়ে সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে ঘিওর বাজার পদক্ষিন করে বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহসভাপতি আবু কাউসার রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জানে আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, মোঃ মিজানুর রহমান খান কুদরত, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার প্রমুখ। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি