স্টাফ রিপোর্টার
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নামে-বেনামে ঝিনাইদহ পৌরসভার উন্নয়নমূলক কাজ পেয়েছিলেন মোস্তফিজুর রহমান নাঈম। তিনি সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের শ্যালক হওয়ায় ঠিকাদার না হয়েও এই সুযোগ পেয়েছিলেন বলে দাবি স্থানীয় ঠিকাদারদের অভিযোগ।
নাম প্রকাশ না করার শর্তে ঝিনাইদহ জেলার একাধীক ঠিকাদার জানান, নাঈমের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায় গবড়া গ্রামে। এছাড়া তিনি ঠিকাদারও না। তার নামে কোন ঠিকাদারি লাইসেন্সও নেই। কিন্তু তার দুলাভাই হিজল ঝিনাইদহ পৌরসভার মেয়র নির্বাচিত হলে তিনি বেপরোয়া হয়ে ওঠেন তখন।
নামে-বেনামে বাগিয়ে নেন কোটি কোটি টাকার কাজ। কখনো প্রকাশ্যে আবার কখনো বা গোপন টেন্ডারে এসব কাজ নেন তিনি। এখনো নাঈমের এসব কাজ চলমান আছে।
জানা গেছে নাঈম ঝিনাইদহ, কুষ্টিয়া্ চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলার বড় বড় লাইসেন্সে কাজ নিতেন। আর দুলাভাই মেয়রের বদান্যতায় অনেক সময় টেন্ডার ছাড়াই কাজ পেতেন তিনি। শুধু পৌরসভা নয়। হাসপাতালসহ জেলার বিভিন্ন দপ্তরেও তার প্রভাব ছিলো অনেক বেশি। তার ঐসব কাজে নানা অনিয়মও রয়েছে বলে জানা গেছে।
এসব অভিযোগ ছাড়াও নাঈমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে। তবে প্রভাবশালী হওয়ায় তার এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না কেউ।
এসব বিষয়ে জানতে তার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার উন্নয়ন কাজের অনিয়ম এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবী করেছেন জনসাধারন।
আলোকিত প্রতিদিন/এপি