শওকত আলী
অদ্য ০৭/১১/২০২৪ খ্রি. ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত এসআই (নিঃ) জাহেদুল কাদের গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলাসহ নাশকতা মামলার এজাহারনামীয় আসামী মোঃ কামরুল ইসলাম (৩৮), পিতা- সাহাব উদ্দিন, সাং- পশ্চিম পাইকপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মনবাড়িয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ কামরুল ইসলাম (৩৮),
পিতা- সাহাব উদ্দিন, সাং- পশ্চিম পাইকপাড়া,
থানা ও জেলা-ব্রাহ্মনবাড়িয়া
গৃহিত ব্যবস্থা (মামলা/জিডি):
১। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২৪; জি আর নং-৪৪৫, তারিখ- ০২ সেপ্টেম্বর, ২০২৪; সময়- ইং ১.০৫ ঘটিকা ধারা- 143/148/149/447/448/341/ 335/427/323/324/326/307/34
Penal Code, 1860; তৎসহ 3/4/6
আলোকিত প্রতিদিন/এপি