মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়া কসবায় ৮ নভেম্বর শুক্রবার সকাল ৭.৩০ ঘটিকার সময় কসবা থানায় কর্মরত এসআই (নিঃ) মোহাম্মদ সোহেল সিকদার সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় কসবা থানার কদমতলী টু সৈয়দাবাদগামী রোডে, রাসেল মেম্বারের বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ৪ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামিরা হলেন, মোঃ রুবেল (২৫)পিতা- মোঃ আঃকুদ্দুস, মাতা-জাহেরা বেগম,সাং-শিবপ্রসাদপুর (মোড়ল বাড়ী)ইউপি-আমতলা ও মোঃ আলামিন মিয়া প্রকাশ (আমিন), পিতা-মৃত ওয়াজেদ আলী, মাতা-জোবেদা আক্তার সাং-শিবপ্রসাদপুর (আলগা বাড়ী) ইউপি- আমতলাউভয় থানা-নেত্রকোনা সদরজেলা-নেত্রকোনা। এ ব্যাপারের কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল হক কবীর জানিয়েছেন, আটককৃত দুজন আসামির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/০৮ নভেমাবর-২৪/মওম