ভাওয়াল জাতীয় উদ্যানে ক্ষতিগ্রস্ত কৃষিজমির মালিকদের মানববন্ধন

0
201
কামাল হোসেন, গাজীপুর সদর 
গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডের আড়াইশ প্রসাদ মৌজায় অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষিজমির মালিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট এলাকায় তারা জমির ক্ষতিপূরণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় তারা ১০ মিনিটের জন্য মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
ভূমির মালিকদের অভিযোগ, জাতীয় উদ্যানের সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ফলে তাদের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের জীবিকা সংকটে পড়েছে। এই ক্ষতি পূরণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছি। কিন্তু বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো সমাধান হয়নি। বর্তমানে এখানে সাপ, কচ্ছপ, ইঁদুরসহ বিভিন্ন প্রাণী ছেড়ে দেওয়ায় আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ধান ক্ষেতসহ বিভিন্ন কৃষি ফলন রোপণ করেও তা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এছাড়াও, এই পার্কের ভিতরে প্রবেশ করতে গেলেও বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছি। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, দ্রুত এর সমাধান করা হোক। তা না হলে আরও বড় কর্মসূচির ডাক দেওয়া হবে,” বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত জমির মালিকরা তাদের জমির সুরক্ষায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে কৃষিজমির মালিকদের পক্ষ থেকে গাজীপুর জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here