মো: মহিদ:
তানজিলুর ফারগানি তানজুকে সভাপতি এবং মাসুদ রায়হানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মানিকগঞ্জ জেলা শাখার ৬৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার বিকেলে জেলা শহরের সাবিস মিলনায়তনে অনুষ্ঠিত সাধারন সভা ও কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।
কোয়াবের সহসভাপতি সাঈদ খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী চার বছরের জন্য ৬৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের পাশাপাশি একজনকে প্রধান উপদেষ্টা ও পাঁচ জনকে উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও মুন্নু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রশিদ সামিউল ইসলাম অর্ক। উপদেষ্টা হয়েছেন সাঈদ খান মজলিশ, সাব্বির আলী খান শিবলী, জাহাঙ্গীর আলম বিশ্বাস, তোবারক হোসেন খান রিয়াদ ও ইকবাল হোসেন।
কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি : তামজিদুর রহমান, আবুল বাসার, আসিফ ইকবাল রনি, সফিকুল ইসলাম ফিরোজ, ওবায়দুর রহমান, সহ সাধারণ সম্পাদক: তুতিলুর ফারগানি সম, হুমায়ুন কবীর শাহীন, কাজী হারুনুর রশীদ পিন্টু, জিয়া উদ্দিন রকি, মিঠুন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক: ফজলে রাব্বি, সহ-সাংগঠনিক সাউদ ইসলাম পলাশ, আনিদ খান, রিয়াজুল মোল্লা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান ফরিদ, সহ-কোষাধ্যক্ষ: শরিফুল ইসলাম পাখী, দপ্তর সম্পাদক: জনি খান, প্রচার সম্পাদক: রাদ আহমেদ, ক্রীড়া সম্পাদক: সাইদুর ইসলাম সজল।