শাজাহানপুরে বৃদ্ধকে জবাই করে হত্যা

0
176
শাজাহানপুরে বৃদ্ধকে জবাই করে হত্যা
শাজাহানপুরে বৃদ্ধকে জবাই করে হত্যা

দুলাল হোসেন:

বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক রহিমাবাদে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ নভেম্বর সকালে নিজ বাড়ির উঠান থেকে আবুল কালাম ওরফে কালা (৭৮) নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা লাশ উদ্ধার করে পুলিশ। সে রহিমাবাদ উত্তর পাড়া এলাকার মৃত সইমুদ্দিনের ছেলে। আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান জানিয়েছেন, বৃদ্ধ কালা ও তার স্ত্রী সন্তানরা সবাই আধাপাগল। মানসিক ভাবে কেউ সুস্থ নয়। তাদের কোন শত্রু নাই। অন্যের জমি চাষাবাদ করে তার সংসার চলতো। ১২ নভেম্বর মঙ্গলবার সকালে লোকমুখে জানা যায় বৃদ্ধ কালার জবাই করা মরদেহ তার নিজ বাড়ির উঠানে পড়ে আছে। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে বৃদ্ধ কালা খুনের ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে অন্য কোথাও জবাই করে খুন করে খুনিরা তার বাড়ির সামনে ফাঁকা জায়গায় মরদেহ রেখে যায়। হত্যাকান্ডের কারণ, রহস্য এবং ঘটনাস্থল সনাক্ত করাজ সম্ভব হয়নি।

আলোকিত প্রতিদিন/ ১২ নভেম্বর-২৪/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here