রাজশাহীর-নওগাঁ মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় মোহনপুর থানা পুলিশ

0
114
নাহিদ ইসলাম (রাজশাহী): রাজশাহীর মোহনপুর উপজেলায় সম্প্রতি সড়কে দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েই চলেছে। গত এক সপ্তাহে অন্তত ৯ জনের মতো প্রাণহানির ঘটনা ঘটেছে। একারণে সড়কে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় সক্রিয় হয়েছে মোহনপুর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে মোহনপুর এবং কামারপাড়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে ট্রাফিকিং কার্যক্রম পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার, মোহনপুর থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ। এসময় রাস্তায় চলাচল করা সকল  যানবাহন থামিয়ে কাগজপত্র যাচায় বাছাই করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলামসহ মোহনপুর ট্রাফিক বিভাগ ও থানার পুলিশ সদস্যরা।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান বলেন, সকাল থেকে চলা বিশেষ চেকপোস্টে কাগজপত্র সঠিক না থাকায় যানবাহন ও চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ নিয়মিত বিশেষ চেকপোস্টে এই কার্যক্রম অব্যাহত রাখবে।
অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কে দূর্ঘটনা বেড়ে যাওয়ায় সকল অবৈধ যানবাহন যাদের ড্রাইভিং লাইসেন্স,ফিটনেস সার্টিফিকেট ও অনান্য কাগজপত্র না থাকায় সে সকল যানবাহনে মামলা প্রদান করা হয়। মহাসড়কে দুর্ঘটনা কমাতে রাস্তায় চলাচলকারি সকল যানবাহন এবং চালকদেরকে ট্রাফিক আইন মেনে চলা ও সচেতন করতে বিশেষ এই চেকপোস্টের ব্যবস্থা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে মোহনপুর থানা পুলিশ নিয়মিত বিশেষ চেকপোস্টে এই কার্যক্রম অব্যাহত রাখবে।
এছাড়াও যানবাহনে যাদের সকল কাগজপত্র ঠিক আছে তাদের রজনীগন্ধা ফুল দিয়ে অভিনন্দন জানিয়ে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
আলোকিত/১২/১১/২০২৪/আকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here