চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি

0
128
মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম
চট্টগ্রামে ডেঙ্গু রোগী বেড়েই চলেছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। এরমধ্যে বেশিরভাগ রোগীই শিশু। শুধু গত ২৪ ঘণ্টায় এই রোগে দুই জনের মৃত্যু হয়েছে। চলতি বছরই ডেঙ্গুতে মারা গেছেন ৩৯ জন রোগী। ডেঙ্গুতে  মৃত্যু হওয়া দুই জন হলেন- ওমর ফারুক (২০) এবং শাবানা (৩০)। এর মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার ও শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। দুই জনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চট্টগ্রামে অনেকদিন যাবত এডিস মশা নিয়ন্ত্রণে সিটিকর্পোরেশনের কোন পদক্ষেপ নেই বলে অনেকেই অভিযোগ করেন। নগরীতে মশার ওষুধও ছিটানো হচ্ছেনা।
তাছাড়া শহরের নালা-খালাগুলো ময়লার স্তুপ এবং রাস্তা-ঘাটে ধুলা-বালির কারণেও মশার তান্ডব বেড়ে যাওয়ায় এই রোগে আক্রান্তের হার বেড়েই চলেছে বলে একাধিক বাসিন্দারা জানিয়েছেন। গতকাল সোমবারের সিভিল কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জন ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে ৪ জনই বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ৬ জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৬৪৪ জন। এর মধ্যে চলতি নভেম্বরে ভর্তি হয় ৭০৯ জন।
অপরদিকে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। মোট ৩৭ জনের মৃত্যুর বিপরীতে ১২ জনই মারা গেছেন এ মাসে। এর মধ্যে চলতি নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত মারা গেছেন ১২ জন। এছাড়া এ বছর ১১ জনের মৃত্যু হয় গত সেপ্টেম্বরে। অক্টোবরে মারা গেছেন ৯ জন। চলতি বছরের জানুয়ারিতে ২ জন, মার্চ, জুলাই ও আগস্টে মারা গেছেন একজন করে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, চলতি মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। সচেতনতা বাড়াতে আমরা লিফলেট বিতরণসহ মাইকিং শুরু করেছি।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here