স্বৈরাচারী পতিত সরকারের সংঘবদ্ধ সন্ত্রাসীরা এখনও নৈরাজ্য করছে: জামায়াত

0
126
মোঃ আবদুল ওয়াদুদ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন- ফ্যাসিবাদী ও স্বৈরাচারী পতিত সরকারের সংঘবদ্ধ সন্ত্রাসীরা এখনও নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা  বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার রাতে শহরের দেওয়ানবাজারস্থ মহানগরী জামায়াতের কার্যালয়ে চট্টগ্রাম মহানগরী আয়োজিত থানা প্রতিনিধিদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, চট্টগ্রামের আন্দরকিল্লা-হাজারীগলিতে সৃষ্ট ঘটনা শুধু দুঃখজনক নয়; নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। আ’লীগের দোসরদের সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য অন্তর্র্বতী সরকারের সকল প্রচেষ্টা চলছে।
এছাড়াও সব ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি ছাত্র-জনতাকে অনুরোধ জানিয়েছেন উক্ত সভায়। এতে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ. জ. ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য আবু বকর ছিদ্দিক, মাওলানা মমতাজুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী, মুহাম্মদ ইসমাইল, মাহমুদুল আলম, আহমদ খালেদুল আনোয়ার, মাহবুবুল হাসান রুমি, আবুল মোকাররম ও অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here