শেরপুরের নকলায় অগ্নিকান্ডে কোটি টাকার মালামাল পুড়ে ছাই

0
175
মোঃ নুর হোসেন: শেরপুরের নকলা উপজেলা শহরের চারতলা একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনায় দুটি দোকান ও একটি ঔষধের গোডাউন পুড়ে গিয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোর রাতে এ ঘটনায়
প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির পাশাপাশি দু’জন আহত হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে চারতলা ওই ভবনের নিচ তলা থেকে প্রথমে আগুন ছড়িয়ে পরে। এসময় ভবনের চার তলায় থাকা একটি মাদ্রাসার ৪০জন শিক্ষক-শিক্ষার্থী আটকা পড়ে। পরে স্থানীয়রা পার্শ্ববর্তী বিল্ডিং-এর ছাদ দিয়ে আটকে থাকা ছাত্র ও শিক্ষকদের উদ্ধার করতে সক্ষম হোন।
পরে স্থানীয় লোকজনের সহায়তা ও নালিতাবাড়ী উপজেলা থেকে আসা ফায়ারসার্ভিসের কর্মীদের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ারসার্ভিসের কর্মকর্তারা জানান, বিদ্যুতের শর্টসার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দোকান মালিক কামরুজ্জামান কাজল জানান, ফার্মেসির পাশাপাশি  ওই ভবনেই তার একটা ঔষধের গোডাউন ছিলো। অগ্নিকান্ডে তার দোকান ও গুডাউনের সবকিছু পুড়ে প্রায় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। অপর ক্ষতিগ্রস্ত দোকান মালিক কামাল হোসেন জানান, তার দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে ।
স্থানীয় লোকজন জানান,  নালিতাবাড়ী থেকে ফায়ারসার্ভিসের কর্মীরা আসতে আসতেই অনেকটা পুড়ে গেছে। আজ যদি নকলা উপজেলায় ফায়ারসার্ভিস থাকতো তাহলে ক্ষতির পরিমাণটা আরো কম হতো।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here