মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ রায়হান মিয়া (১৮) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারী ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মহেশপুর (পশ্চিম পাড়া) গ্রামের মোঃ বজলুর রহমানের ছেলে। পুলিশের মিডিয়া উইংসের তথ্য মতে,(২৩ নভেম্বর) ২০২৪ ইং শনিবার সকাল ০৮:৪৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই (নিঃ) জাহাঙ্গীর মাতুব্বর তার সঙ্গীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে সদর মডেল থানার রাধিকা দক্ষিণ জাঙ্গালের লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকসহ তাকে গ্রেফতার করে। আটকৃত আসামীর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা অনুযায়ী মামলা রুজু করে বিচারিক কার্যক্রমের জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৩ নভেম্বর-২৪/মওম