৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রে*ফতার

0
181

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের পাহাড়তলীতে ৫ কেজি গাঁজাসহ মো. ফারুক (৪২) নামে একজন ভুয়া সাংবাদিকে আটক করেছে পাহাড়তলী থানা পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) রাত ১২ টার দিকে নগরীর দুলালাবাদস্থ পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। জানা যায়, নগরীর পাহাড়তলী থানার সামনে পাহাড়তলী থানা পুলিশ সদস্যরা আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে শুক্রবার রাত ১২ টার দিকে একটি সিএনজি গাড়ি থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে একটি স্কুলব্যাগ দেখতে পেয়ে অভিযুক্ত যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজা পাওয়া যায়। তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে।

 

আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিলেন। এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল বলে সে জানায়। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি চেকপোস্ট পরিচালনা করে ৫ কেজি গাঁজা ও একজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here