মোঃ আরিফ হোসেন : গাজীপুর জেলার ইজ্জতপুর আজ ২৬ শে নভেম্বর রোজ মঙ্গলবার বেলা ৩ ঘটিকার সময় বন বিভাগের অভিযানে ভেকুর ড্রাইভার এর উপর ইট পাটকেল চুড়ে ভুমি দস্যুরা। হামলায় দুজন ভেকু ড্রাইভার ও বন কর্মী এবং সহকারী কমিশনার ভূমি সহ ১৫/২০ কর্মকর্তা কর্মচারী আহত হয়। ইজ্জতপুর বাজারের রেলগেইট এর পশ্চিম পাশে সবশেষে মাসুদের বাড়িতে উচ্ছেদ অভিযান চালানো শেষে অভিযান সমাপ্তির সময় এ জন মহিলা ষ্টোক করে মারা গেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ভূমি দস্যু মাসুদের নেতৃত্বে ৫০/৮০ জন পরিকল্পিত ভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রেফতার ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপস্থিত কর্মকর্তারা ।
আলোকিত প্রতিদিন/এপি