আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

অর্থহীন ভালোবাসা: সাহিদা আক্তার

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

অর্থহীন ভালোবাসা

ব্যর্থ তুমি ভেঙে যেতেই পাল্টে যাবে সময়ের চাকা

মানুষের স্রোতে ভাসা সেই, তুমিও হবে ভীষণ একা।

হেরে যেতে যেতে ফিরে আসো যদি তবেই তুমি বীর

- Advertisement -

নতুবা তুমি এক আকাশ করুণা,অবহেলা প্রীতির।।

রাতের আঁচলে মুছবে একদিন ভীষণ শূণ্যতার শোক

হেলায় কি হারিয়েছিলে বুঝবে সেদিন প্রতি পলক।

হেলায় কি হারিয়েছিলে বুঝবে সেদিন প্রতি পলক।

দুচোখের বৃষ্টিই বলে দেবে আমি তোমার কি আবেগ!

অভিমানের আকাশ জুড়ে জমেছিলো কতখানি মেঘ।

আমি কোনো দূর জানালায় উদাস সে ক্লান্ত দুপুর

তখনও স্মৃতি আকড়ে নতুন আশায় পুরনো নুপুর।

জলের দামে কিনেছিলাম ভালোবাসার এক নদী

দু-চোখ ভরে জমিয়ে রেখে ভিজছি নিরবধি।

বেঁচে থাকাটা অনুভব করতে গিয়ে পেয়েছি শুধু মৃত্যুর খোঁজ

মৃত্যুকে স্পর্শ করতে গিয়ে ভীষণভাবে বাঁচতে চেয়েছি রোজ।

আসলে কতোখানি বেঁচেছি আর মরেছি কতোটা তার

হিসেবের খাতা নিয়ে জীবনের সময় আজ শুধুই ফেরার।

সবশেষে তাই এটুকুই জেনেছি আমি —

ভালোবাসা অনেকটাই একগুঁয়ে অসুখ

বাকীটুকু অর্থহীন পাগলামি।।

আলোকিত প্রতিদিন/ ০২ ডিসেম্বর-২৪/মওম

 

 

 

- Advertisement -
- Advertisement -