গাজীপুরে রেজিষ্ট্রেশন ছাড়া মানহীন ডায়াগনস্টিক ও ক্লিনিক সংখ্যা বেড়েই চলেছে

0
259
মোঃ আরিফ হোসেন: গাজীপুর জেলার সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও একাধিক মেডিকেল হাসপাতাল। জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে আইনের কোন তোয়াক্কা না করে রাজনৈতিক নেতাদের চত্র ছায়ায় গড়ে উঠা এই ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গুলা পরিচালনা হচ্ছে নোংরা পরিবেশে। অনেক হাসপাতালে গিয়ে দেখা গেছে যে বি এম ডি সি রেজিস্ট্রেশন বিহীন ভুয়া এমবিবিএস ডাক্তার ও।
স্বাস্থ্য বিভাগের এমন অনিয়ম নিয়ে উদ্বিগ্ন রোগীরা। উন্নত চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অনেক হাসপাতালে অপচিকিৎসার জন্য প্রতিনিয়ত জেলার কোন না কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছে মানুষ। আমাদের দৈনিক আলোকিত প্রতিদিন এর গাজীপুর জেলার রেজিষ্ট্রেশন বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এবং বি এম ডি সি রেজিস্ট্রেশন বিহীন ভুয়া ডাক্তারের অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নুরজাহান ডায়াগনস্টিক সেন্টার এবং শ্রীপুর উপজেলার রাজাবাড়ী মোড়ে নিউ আল রাজ মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টার
এ বিষয়ে গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মাহমুদা আক্তার জানান পুরো গাজীপুরে ২১৫ টির ও বেশি লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল আছে। যার মধ্যে পুরাতন কিছু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল এর লাইসেন্স বাতিল করা হয়েছে এবং নতুন কিছু ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল তৈরি হচ্ছে। লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। অভিযান অব্যাহত আছে। তিনি আরো বলেন লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল বন্ধ করতে নির্ভুল তথ্য ও সহযোগীতা কামনা করেন
আলোকিত প্রতিদিন/এপি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here