মো. মিজানুর রহমান খান কুদরত : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তারকে মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর তাকে এই সম্মাননা প্রদান করে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জননী নারী ক্যাটাগরিতে ডক্টর সুলতানা আক্তারের রত্নগর্ভা মা রোকেয়া রহমানকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় ভূষিত করা হয়।
সুলতানা আক্তার মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ছোট শাকরাইল গ্রামের আব্দুর রহমানের মেয়ে। চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় বোন রোজিনা আক্তার এম বি এস সম্পন্ন করে দৌলতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।কৃতিত্বের সাথে মাস্টার্স ডিগ্রি সম্পন্নকারী মেজ ভাই মোহাম্মদ সেলিম মোল্লা দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ছোট ভাই ইশতিয়াক মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনার্স মাস্টার্স (প্রথম শ্রেণী) সম্পন্ন করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রাপ্তি সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডক্টর সুলতানা বলেন, আমার মা রোকেয়া রহমানের অনুপ্রেরণায় আমি এবং আমার ভাই-বোনেরা প্রতিষ্ঠিত হয়েছি। মা হাঁস মুরগি পালন করে কষ্টার্জিত অর্থে আমাদের লেখাপড়ার খরচ বহন করেছেন। আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন।
এ বিষয়ে রত্নগর্ভা রোকেয়া রহমান বলেন, আমার চারটি সন্তান মানুষের মত মানুষ হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট হাজার শুকরিয়া আদায় করছি। এবং প্রার্থনা করছি সন্তানেরা যেন সততা ও নিষ্ঠার সাথে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন, মহিলা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি