ছাতকে নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

0
150
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ছাতকে ইয়াং বয়েজ ফুটবল ক্লাব ছৈলার উদ্যোগে চতুর্থ নাইট ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ছৈলা গ্রামের মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে ৭-২ গোলে জগন্নাথপুরের ইকড়ছই ফুটবল একাডেমিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের ঠিকেট কেটেছে ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুরের শাহজাহান ফুটবল একাদশ।
জানা যায়, উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামে চতুর্থ বারের মতো এবার পর্দা উঠলো ইয়াং বয়েজ ফুটবল ক্লাবের নাইট ফুটসাল টুর্নামেন্টের। গত সোমবার রাত ১০টায় উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শরিষপুর শাহজাহান ফুটবল একাদশ এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জগন্নাথপুর উপজেলার ইকড়ছই ফুটবল একাডেমি। প্রথমার্ধে নির্ধারিত সময়ের মধ্যে উভয় পক্ষ একটি করে গোল করে। মধ্যবিরতি পর জগন্নাথপুরের ইকড়ছইর জালে আরও ৬টিসহ মোট ৭টি গোল করে প্রতিপক্ষ ছাতকের শরিষপুর শাহজাহান ফুটবল একাদশ।দ্বিতীয়ার্ধের শেষ সময় দলীয় ২য় গোল করতে সক্ষম হয় ইকড়ছই ফুটবল একাডেমি। ৭-২ গোলে পরাজিত করে উদ্বোধনী ম্যাচে শরিষপুর ফুটবল একাদশ বিজয়ী হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা, নেত্রকোনা জেলা পুলিশের ইন্সপেক্টর লুৎফুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য হোসাইন আহমদ লনি, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল মমিন, সাবেক ছাত্রনেতা এসএম জিতু মুন্না, ছৈলা আফজালাবাদ ইউপি সদস্য হাফিজুর রহমান মখদ্দুছ, ইয়াং বয়েজ ফুটবল ক্লাব ছৈলার উপদেষ্টা আফলু মিয়া ও আরাফাত আহমদ রাহাত, মুরব্বির কাজী আবুল মিয়া, রজিব মিয়া, সাঈদ মিয়া, শামীম আহমদ সাজু, মো. জাকারিয়া, কামরুল হাসান রেজা, কামাল আহমদ, যুবনেতা সেলিম আহমদ, নেছার আহমদ, ক্লাবের সদস্য তোফায়েল আহমদ, নুরুজ্জামান খাঁন, ফয়েজ, আদিল আহমদ, মারুফ আহমদ, ফুলহক, নাদিম, ছাব্বির, সাজিদ, সাজাদ, হাফিজ, শিমুল, নজির, সাইফ, সজিব, সেলিম, সুজন, হেলাল, সুরমান, সোহাগ প্রমুখ।শেষে উদ্বোধনী ম্যাচে বিজয়ী দলকে ট্রপি তুলে দেন প্রধান অতিথি।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here