খাঁটিহাতা থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ প্রধান 

0
165
শওকত আলী: আজ বুধবার ১৮ডিসেম্বর ২০২৪ ইং তারিখ দুপুর সাড়ে ১২টায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন ও মতবিনিময় করলেন হাইওয়ে পুলিশ প্রধান এডিশনাল আইজি মো: দেলোয়ার হোসেন মিঞা। এসময়ে তিনি ছালামী গ্রহণ এবং থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইওয়ে পুলিশের জন্য কল্যাণমূলক সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, পুলিশের কাজকর্মকে ঈমানী দায়িত্ব মনে করে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে তা প্রতিপালন করতে হবে।
কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এসময়ে বলেন, হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মহাসড়কে অবস্থান করে আন্তরিকভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে এবং কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশ গ্রহণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ঢাকা-সিলেট মহাসড়ক গতিশীল রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার, স্টাফ অফিসার টু এডিশনাল আইজি, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ও অত্র থানার অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here