শাজাহানপুরের মাদক সম্রাট হিরো ও বিচি ব্যবসায়ী সবুজ আট*ক!

0
172

দুলাল হোসেন: বগুড়ার শাজাহানপুরে গতকাল ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ঘাষিড়া পুকুরপাড় এলাকা থেকে র্যাব-১২ তাকে আটক করেছে। এসময় বিপুল পরিমাণ হিরোইন পাওয়া যায় তার কাছে। মাদক ব্যবসার কাজে নিয়োজিত বেতনভূক্ত কর্মচারীকেও আটক করছে। আটক পরবর্তীতে ঘাষিড়া পুকুরপাড় এলাকায় জনগণ সাধারণের উপস্থিতিতে বিচি সবুজের নিকট হতে দুই প্যাকেট হিরোইন উদ্ধার করা হয়।

যার আনুমানিক ওজন প্রায় ২০০গ্রাম যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা বলে জানায় অভিযানে অংশ নেয়া ব্যারের সদস্যরা। অন্যদিকে বিচি সবুজের আটকের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই উপজেলা বিএনপির হাই কামান্ড এর নির্দেশে ছুটে আসেন খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আবুল বাসার। স্বেচ্ছাসেবক দল নেতা মশিউর রহমান রকি ওরফে ফিটিং রকি’র নির্দেশে ১৫/২০ টি মটর সাইকেল যোগে প্রায় ৩০জনের একটি বিশাল বহর নিয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে হাজির হন উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু। তবে সকলকে হতাশ করে বাজ পাখির মতো ছোবল দিয়ে মাদক কারবারি সবুজ কে তুলে নিয়ে যায় র্যাব। সবুজ উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের কুখ্যাত মাদক সম্রাট রবিউল ইসলাম ভোটের পুত্র। মাদক কারবার আড়াল করতেই সম্প্রতি বিরাট অংকের ডোনেশনের দিয়ে উপজেলা যুবদলের আহবায়ক সোহেল আরমান রাজু মাধ্যমে যুবদলে নাম লেখায় শামিম হোসেন বিচি সবুজ ওরফে পাউডার সবুজ।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, প্রতিমাসে লাখ টাকা মাসোয়ারা বিনিময়ে কুখ্যাত এই মাদক সম্রাট বিচি সবুজের ব্যবসার নিরাপত্তার দিয়ে থাকে উপজেলা বিএনপির একাংশ। সরেজমিনে মাদক সম্রাট বিচি সবুজ ও তার পিতা রবিউল ইসলাম ভোটের মাদক কারবারের সাথে জড়িতদের ব্যাপারে ভয়ংকর সব তথ্য উঠে আসে। স্থানীয়রা জানান, বিভিন্ন স্থানে নিরাপদে মাদক পৌঁছে দিতে উপজেলার জোকা ও ঘাষিড়া দুই গ্রামের উঠতি বয়সের প্রায় ১০/১২ জন ছেলে, ১৫/২০জন বেতনভুক্ত মহিলা ও বৃদ্ধ পুরুষ নিয়োগ করেছে এই কুখ্যাত মাদক সম্রাট বিচি সবুজ। যারা সপ্তাহে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা পযর্ন্ত বেতন পেয়ে থাকে।

বিচি সবুজ তার অবৈধ মাদক ব্যবসার টাকায় শাজাহানপুর উপজেলার প্রাণকেন্দ্র মাঝিড়া বাইপাস এলাকায় আড়াই কাঠা জমির উপর গড়ে তুলছে ৫ তলার বিশাল অট্টালিকা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ওছাড়াও কয়েক বছরের ব্যবধানে ক্রয় করেছে ২টি পুকুর সহ প্রায় ২৫ বিঘা জমি। সম্প্রতি বিচি সবুজ মাঝিড়া বাজারের ব্যাংক বিল্ডিং এলাকায় একটি বাড়ির দাম হাকিয়েছিল ৫ কোটি টাকা। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়াও দলের প্রভাব খাটিয়ে ইজারা পেয়েছে ছিল উপজেলার মোস্তাইল এলাকার পৌষ মেলার। এলাকার যুবসমাজ ধ্বংসের কারিগর কুখ্যাত এই মাদক সম্রাট বিচি সবুজ ও তার পিতা আরেক কুখ্যাত মাদক ব্যবসায়ী ভোট কে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে অত্র এলাকার যুবসমাজ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here