মো: সাইদুর রহমান, মির্জাপুর প্রতিনিধি: ২১ ডিসেম্বর, রোজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর বারোটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা অব্দি পর্যন্ত চলে। উক্ত নির্বাচনে মোহাম্মদ মাহফুজ মল্লিক বাদে হালালিয়া কে.এস.এস.লি. সমবায় সমিতির তালা চাবি মার্কায় ৩৭ ভোট পেয়ে ১নং সদস্য নির্বাচিত হয়।পরাজিত প্রার্থী গলি কে. এস.এস.লি. সমবায় সমিতির মোঃ হাবিবুর রহমান মোরগ মার্কায় পান ২৪ ভোট।
অপরদিকে ৫ নং মহিলা সদস্য প্রার্থী বানিয়াড়া পূর্বপাড়া এম.এস.এস.লি. সমবায় সমিতির ফিরোজা বেগম কলসি মার্কায় ৩০ ভোট ও বানিয়ারা এম.এস.এস.লি. সমবায় সমিতির জনাব শেফালী নাজিম বই মার্কায় সমান ৩০ ভোট পেলে লটারির মাধ্যমে বই মার্কার প্রার্থী শেফালী নাজিমকে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, পরিচালক পদে চারজন যথাক্রমে হারিয়া মধ্যপাড়া কে.এস.এস.লি. সমবায় সমিতির মোঃ ফারুক হোসেন সম্রাট, যুগীরকোফা ২ নং কে.এস.এস.লি. সমবায় সমিতির মোঃ আফজালুর রহমান (দুলাল) পাঁচগাঁও কে.এস.এস.লি. সমবায় সমিতির জনাব হাবিব ও গোড়াইল বিত্তহীন স.স.লি. সমবায় সমিতির নাজমুল সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সভাপতি ও সহ-সভাপতি পদে ভোট গ্রহণে হাইকোর্টের স্থগিতাদেশ ছিল।
আলোকিত প্রতিদিন/এপি