মো. মিজানুর রহমান খান কুদরত :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস. এম আমান উল্লাহ গককাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার মো. আব্দুল মতিন মোল্লার ছেলে। আব্দুল মতিন দীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। একই মামলায় বাবা-ছেলে দুজনেই এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পোড়ানো ও নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৬ডিসেম্বর-২৪/মওম