গোপালগঞ্জের কাশিয়ানী ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ছাত্র-যুব মতুয়া মহাসংঘের মহাসম্মেলন

0
147
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ: আজ ২৭-ডিসেম্বর   ১১ ৪০ মিনিটে  গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি এলাকার ঠাকুরবাড়িতে বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষে মতুয়া মহা সংঘের কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক ছাত্র-যুব মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী মৎ মৃত্যুঞ্জয় গোস্বামীর সভাপতিত্বে ও ঢাকা মহানগর ছাত্র-যুব মতুয়া মহাসংঘের  সভাপতি এডভোকেট শ্রী সুমন মজুমদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি ও  কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী সুব্রত ঠাকুর। অনুষ্ঠানটির মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত ঠাকুর এর মা বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি মতুয়া মাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুর। এছাড়া অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করবেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা শ্রী অমিতাভ ঠাকুর।
উল্লেখ্য যে, ছাত্র-যুব মতুয়া মহাসংঘের পঞ্চবার্ষিকী মহাসম্মেলন  অনুষ্ঠান শেষে উদীয়মান বাউল শিল্পী শ্রীমতী নিতু বালা সঙ্গীত পরিবেশন করবেন। উক্ত মহাসম্মেলনের বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে অত্র শাখা কর্তৃক অবগত করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here