ইব্রাহীম সবুজ: মাদারীপুরের ডাসার উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে অসহায় দরিদ্রের মাঝে ৩০০ (তিনশত) কম্বল বিতরণ করা হয় । ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেন মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাই সকল মুক্তিযোদ্ধাদের এক হয়ে কাজ করতে হবে।
এসময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোঃ গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, মাদারীপুর জর্জকোর্টের অতিরিক্ত জিপি এ্যাডঃ মোঃ সাইফুর রহমান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ উল হাসান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ সিকদার, জেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আকতার হোসেন, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কালীন কমান্ডার মোঃ হাকিম তালুকদার, ডাসার উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মুন্সি, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি